মুলাদীতে লুটপাট, সাধারণ জেলেদের হয়রানির মধ্য দিয়ে শেষ হলো মা ইলিশ রক্ষার অভিযান। গত ৯ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ রক্ষার অভিযানে সবচেয়ে বেশি লাভবান হয়েছে মুলাদী থানা পুলিশ, মৎস্য অফিস ও দালালচক্র। তারা ইলিশ রক্ষার পরিবর্তে জেলেদের মাছ ধরার সুযোগ করে দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি ইলিশ মাছ মজুদ করতে সক্ষম হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান গত ২২ দিনে মুলাদী উপজেলার আড়িয়ালখাঁ (ছৈলা), জয়ন্তী ও নয়াভাঙ্গনী নদীতে ১৩২টি অভিযান চালানো হয়েছে। এর পাশাপাশি ১৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৩জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড, ২৪জনকে ১লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা, ১টি নিয়মিত মামলা, ১ হাজার ১১৭ কেজি ইলিশ উদ্ধার করে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ এবং ১ লাখ ৮৪ হাজার মিটার জাল আটক করে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে স্থানীয়রা জানান উপজেলা মৎস্য অফিস ও পুলিশের দালালদের যোগসাজশে উপজেলার অধিকাংশ জায়গায় ইলিশ নিধন করা হয়েছে। মৎস্য অফিসের অসাধু কর্মচারী ও থানা পুলিশের কিছু সদস্যরা জেলেদের সহায়তা করেছেন। দালালদের মাধ্যমে মাছ বিক্রি করা হয়েছে। অনেক ক্ষেত্রে দালালরা মাছ বিক্রি করে আবার পুলিশ দিয়ে ক্রেতাকে ধরিয়ে দিয়ে মোটা অঙ্কের টাকার লেনদেন করেছেন। থানা পুলিশ জেলেদের ধরা ইলিশ নিয়ে বিভিন্ন বাসা বাড়িতে মজুদ করেছেন। থানা সংলগ্ন যেসব বাসায় ইলিশ মজুদ করেছেন তাদের সাথে অর্ধেক ভাগের চুক্তি হয়েছে বলে জানিয়েছেন একটি সূত্র। এ ব্যাপারে মুলাদী থানার কর্মকর্তা ইনচার্জ জিয়াউল আহসান জানান কোনো পুলিশ সদস্য জেলেদের ধরা ইলিশ কোথায় মজুদ করেছে বলে আমার জানা নাই।