কুড়িগ্রামের রাজারহাটে জমি সংক্রান্ত কোন্দলের জের ধরে বিরোপূর্ণ জমি জবর দখল করতে প্রায় ৭০টি গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার নাজিমখান ইউনিয়নের মনারকুটি নয়াপাড় গ্রামের মহসিন আলী ব্যাপারী(৭১) সঙ্গে প্রতিবেশী একরামুল হক(৬৪) এর জমি নিয়ে কোন্দল চলছিল। ঘটনার দিন গত সোমবার সকালে কোন্দলকৃত জমি জবর দখল করতে জমিতে রোপনকৃত ৪০টি মেহগনি, ১৫টি ইউক্লিপটাস ও ১২টি কলা গাছ ভেঙ্গে দেয় প্রতিপক্ষ একরামূল হক ও তার লোকজন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁচ্ছিলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। এ ব্যাপারে ৩০অক্টোবর বুধবার থানার কর্মকর্তা ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।