রাজশাহীর বাঘায় মাদকের ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের পৃথকভাবে অভিযান চালিদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন-উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রামের গোলাম মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৫০), মেহের আলীর ছেলে কলিম উদ্দিন (৪৮), আলাইপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫), আমিরুল ইসলামের ছেলে রিমন হোসেন (১৬), ছাতারী গ্রামের জামাত আলীর ছেলে জাহিদ হোসেন (৩৫)।
এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, আটককৃতরা তিনটি মাদক মামলার ওয়ান্টেভূক্ত আসামী। তাদের অভিযান চালিয়ে আটক করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।