রংপুর মহানগরীর সড়ক সমূহের যানজট নিরসন ও হর্কাসদের পূর্নবাসন বিষয়ক এক আলোচনা সভায় বুধবার সিটি কর্পোরেশনের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আখতার হোসেন আজাদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (হেড কোয়াটার) সহিদুল আলম, (ট্রাফিক) উত্তরের এসি মোঃ ফরহাদ ইমরুল কায়েস, টিআই দোলোয়ারহোসেন, টিআই বেলাল, হোসেন রংপুর জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী এ.বি.এম রিদওয়ান, হর্কাস সমিতির সভাপতি হুমায়ন কবীর মিঠু, হর্কাস নেতা আমির হোসেনসহ রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও মেট্রেপলিটন পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
সভায় সম্প্রতি রংপুর মহানগরীর সড়ক সমূহের যানজট নিরসনের লক্ষ্যে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত পরিচালনা করা হয়।
এর ফলে কয়েক হাজার হর্কা বেকার হয়ে পরেন এবং পরিবার পরিজন নিয়ে অনাহারে জীবন যাপন করছেন এমন দাবির প্রেক্ষিতে বুধবার রংপুর সিটি করপোরেশন ও মেট্রেপলিটন পুলিশ এর যৌথ এই আলোচনা অনুষ্ঠিত হয়। পরে নগর ভবনের সামনে হর্কাসদের সাথে কুশল বিনিময় করছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্থাফিজার রহমান মোস্তফা।