মিথ্যা তথ্য পরিবেশনের অভিযোগ এনে গাইবান্ধার সুন্দরগঞ্জের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকার কর্তৃক যমুনা টেলিভিশন ও কালেরকণ্ঠ পত্রিকার ১২ সাংবাদিকের নামে করা মানহানির মামলার তদন্ত করবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই, রংপুর। গত ১৫ অক্টোবর রংপুর মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট কোতোয়ালি আমলী আদালতে মামলা দুটি দায়ের করেছিলেন ওই কর্মকর্তা। বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। তবে সংশ্লিষ্ট সাংবাদিকরা বলেছেন, নিজের অনিয়মআড়াল করার জন্যই তিনি মিথ্যা মানহানির মামলা দিয়েছেন।
রংপুর পিবিআই ও আদালত সূত্র জানিয়েছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার তাঁর বিরুদ্ধে যমুনা টেলিভশন ও কালেরকণ্ঠ পত্রিকায় মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত এবং মানহানিকর সংবাদ প্রচার ও প্রকাশের অভিযোগ তুলে গত ১৫ অক্টোবর সংশ্লিষ্ট ১২ সাংবাদিকের বিরুদ্ধে দুটি মামলাটি করেন ( নং ১৫২ ও ১৫৩)। মামলায় যমুনা টেলিভিশনের সিএনই ফাহিম আহম্মেদ, মফস্বল ডেস্ক ইনচার্জ আহসানুল কবির আসিফ, স্থানীয় প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ, সহযোগি মাহাবুর রহমান, চাঁদনী বাজার পত্রিকার প্রতিনিধি আবু জায়েদ কারী, জনসংকেত পত্রিকার প্রতিনিধি রাশিদুল ইসলাম (চাঁদ), দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বার্তা সম্পাদক খায়রুল বাশার শামীম, মফস্বল বার্তা সম্পাদক ছাদেক আহম্মেদ সজল, স্থানীয় প্রতিনিধি শেখ মামুন-উর-রশিদ, দৈনিক পরিবেশের প্রতিনিধি শফিকুল ইসলাম অবুঝ, ও ভোরের দর্পন পত্রিকার প্রতিনিধি সামছুল হক।
আদালতে করা মামলায় পিআইও নুরুন্নবী সরকার অভিযোগ করে বলেন, গত ৭ সেপ্টেম্বর যমুনা টেলিভিশনে প্রচারিত সংবাদে ২০১৫-২০১৬ অর্থ বছরে ৫২০ বান্ডিল ঢেউটিনের মধ্যে ২০০ বান্ডিল টিন আত্মসাতের মিথ্যা তথ্য প্রচার করা হয়। মূলত ওই অর্থবছরে মোট ১৫০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেয়া হয়া। যা স্থানীয় তৎকালীন সংসদ সদস্য কর্তৃক দাখিলকৃত তালিকা অনুযায়ী বিতরণ করা হয়। এছাড়াও আমাকে (পিআইওকে) শারীরিকভাবে লাঞ্ছিত করার দায়েরকৃত একটি মামলার বিপরীতে আরেকটি কাউন্টার মামলার তথ্য মিথ্যাভাবে উপস্থাপন করা হয়েছে প্রতিবেদনে। যে মামলাটি তদন্ত করে মিথ্যা মামলা হিসেবে সুন্দররগঞ্জ থানা পুলিশ চুড়ান্ত প্রতিবেদন দিয়েছেন।
মামলায় পিআইও আরও বলেন, ২০১৪-১৫ অর্থবছরের স্থানীয় সংসদ সদস্য কর্তৃক টিআর কাবিখা প্রকল্পের তালিকা জেলা পরিষদে দাখিল পুর্বক জেলা পরিষদের ১ কোটি টাকার অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করে দুর্নীতি দমন কমিশন উপজেলা পরিষদের প্রকল্পের সংশ্লিষ্টদের বিরুদ্ধে তিনটি মামলা করেন। ওই তিনটি মামলায় তদন্ত করে দুদক আমার (পিআইও নুরুন্নবী সরকার) সংশ্লিষ্টতা না পাওয়ায় আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করলে আদালত আমাকে মামলা থেকে অব্যাহিত দেন। কিন্তু বিষয়টি পাশ কাটিয়ে প্রকাশিত প্রতিবেদনে মামলা চলমান থাকার মিথ্যা তথ্য প্রচার করা হয়। যা আমার সামাজিক মর্যাদাকে ক্ষুন্ন করেছে। এছাড়াও গত জুন মাসে ব্রীজ কালভার্ট, হেরিং বন্ড রাস্তা, দুর্যোগসহনীয় ঘর নির্মাসহ বিভিন্ন কাজের ১৪ টি বিলের বিপরীতে ২ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ৩৬৫ টাকার বিল প্রদান করা হয়। কিন্তু প্রচারিত প্রতিবেদনেওই বিলগুলির বিপরীতে কোন কাজ না করেই ৬ কোটি টাকার বিল তুলে আত্মসাৎ করার মিথ্যা প্রচারণা চালানো হয় আমার বিরুদ্ধে।
অন্যদিকে একই আদালতে আরেকটি মামলায় পিআইও নুরুন্নবী সরকার অভিযোগ করে বলেন, একই তারিখে দৈনিক কালেরকণ্ঠে ‘সম্পদের পাহাড়’ শীর্ষক প্রতিবেদনে যমুনা টেলিভিশনে প্রচারিত উল্লিখিত মিথ্যা বানোয়াট তথ্যের সাথে আমার নামে বিলাস বহুল তিনটি বাড়ি, গাড়ি ও কয়েক কোটি টাকার জমি কেনার মিথ্যা, ভূয়া, যোগসাসিক, মানহানিকর বানোয়াট মিথ্যা তথ্য প্রকাশ করা হয়। প্রকৃতপক্ষে আমার বাড়ি, গাড়ি কিছুই নেই। ভাড়া বাসায় পরিবার পরিজন নিয়ে থাকি।
আদালত সূত্র জানায়, মামলা দুটি আমলে নিয়ে রংপুর মেটোপলিটন ম্যাজিষ্ট্রেট কোতোয়ালি আমলী আদালতের বিচারক মোঃ দেলোয়ার হোসেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই রংপুরকে তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার পরবর্তী তারিখ নির্ধারন করা হয়েছে আগামি ২৬ ডিসেম্বর।
এ ব্যপারে রংপুর পিবিআইয়ের এডিশনাল এসপি আখতার হোসেন জানান, এই ঘটনায় আমাদেরকে তদন্তের বিষয়ে আদালতের আদেশের কথা শুনেছি। মামলার নথিপত্র আসামাত্রই বিষয়টি নিয়ে আমরা তদন্ত শুরু করবো।
এ ব্যাপারে যমুনা টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ জানান, পিআইও নুরুন্নবী সাহেব ২০১৫ সাল থেকে টিআর কাবিখা ও এমপির বিশেষ বরাদ্দের প্রত্যেকটা বিষয়ে অনিয়ম দুর্নীতি করে আত্মসাৎ করেছেন। এনিয়ে একাধিক তদন্ত হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমার প্রতিবেদনে তথ্য প্রমান এবং ঘটনা অনুসন্ধান করে সঠিক ও বস্তনিষ্ঠ তথ্য উপস্থাপন করা হয়েছে। মুলত নিজের অনিয়ম দুর্নীতিম অপরাধ আড়াল করতে এবং সাংবাদিকদের থামিয়ে দিতেই তিনি মামলা করে সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। সংবাদে তার মানহানি হয় এরকম কোন তথ্য নেই।
এ ব্যাপারে কালের কণ্ঠের সুন্দরগঞ্জ প্রতিনিধি শেখ মামুন-উর-রশিদ জানান, পিআইও নুরুন্নবীর বিরুদ্ধে সকল তথ্য উপাথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করা হয়েছে। আমিসহ সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা দেয়া হয়েছে তা পিআইও সাহেব নিজের পিঠ বাঁচাতে করেছেন। নিজের অপকর্ম আড়াল করার জন্য তিনি মামলা করে আমাদের কলমকে থামিয়ে দেয়ার চেস্টা করছেন।
এ ব্যপারে পিআইও নুরন্নবী সরকার বলেন, আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার জন্য মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়েছে। এতে আমি সামাজিকভাবে হেয়পত্রিপন্ন হয়েছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেকারণে পুরো বিষয়টির প্রমাণ দিয়ে আদালতে মানহানির মামলা করেছি।