রংপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাক জেন্ডার জাস্টিস আ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে জেন্ডারভিত্তিক সহিংসতা (নারী ও শিশুর প্রতি নির্যাতন, বাল্যবিবাহ) প্রতিরোধ ও প্রতিকারে সরকারের সামগ্রিক সহযোগিতা করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিনিধি, সুশীল সমাজ এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টাকে শক্তিশালী করার লক্ষ্যে এক বিশেষ ডায়ালগ/ কর্মশলা ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নাসিমা জামান ববি এবং সভাপতিত্ব করেন রংপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমী। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ¦ মোঃ মাসুদার রহমান মিলন, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রংপুর সদর; মোছাঃ কাজলী বেগম, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রংপুর সদর; আমিনুর রহমান, চেয়ারম্যান, চন্দনপাঠ ইউনিয়ন পরিষদ; সোহেল রানা, চেয়ারম্যান, সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদ; মোঃ সোহাগ আলী, টেকনিক্যাল ম্যানেজার, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি, রংপুর বিএলসি; সেলিনা বেগম, ডিভিশনাল ম্যানেজার, জিজেডি কর্মসূচি, রংপুর বিএলসি সহ প্রমুখ।