রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ(উত্তর ও দক্ষিণ) মোটরযান আইনের আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ই-ট্রাফিকিং ব্যবস্থায় রেকর্ড সংখ্যক ৩০৪ টি মামলা দায়ের করা হয় এবং সেই সঙ্গে এ যাবতকালের সর্বোচ্চ ১,০৫,৯০০/- টাকা জরিমানা আদায় করা হয়। মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) কোতোয়ালি থানাধীন রেল গেট বাবুপাড়া আলম নগরস্থ মেসার্স আর এ- আর ট্রেডার্স নামক সারের দোকানের হতে ০২ গ্রাম হেরোইনসহ আসামি মোঃ মাসুদ রানা (৩৪), পিতা-মৃত দেলোয়ার হোসেন, মাতা-মৃত-পিয়াড়ি বেগম, বর্তমানে ফুপু মোছাঃ নাছিমা বেগম(৫২), স্বামী-মোঃ সুমন আলী (এর বাড়িতে থাকে) রংপুর-কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানায় কোতোয়ালি থানায়-২ জন, মাহিগঞ্জ থানায়-২ জন, হারাগাছ থানায়-১ জন, হাজিরহাট থানায়-১ জন এবং ডিবি কর্তৃক-১ জনসহ মোট-৭ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।