রংপুর মহানগরীর রবাটসনগঞ্জ ২৬ নং ওয়ার্ড জাতীয় যুবসংহতির কর্মী সভা হয়। মঙ্গলবার রাতে রংপুর মহানগর জাতীয় যুবসংহতি ২৬নং ওয়ার্ড কমিটি আয়োজনে রবার্টসনগঞ্জ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জাতীয় যুব সংহতির সদস্য সামিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির রংপুর মহানগর শাখার আহ্বায়ক শাহিন হোসেন জাকির। প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির রংপুর মহানগর শাখার সদস্য সচিব আলাল উদ্দিন কাদেরী শান্তি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন ২৬নং মহানগর জাতীয় যুব সংহতির আহ্বায়ক আফজাল হক, সদস্য সচিব নুরুন্নবী মিয়। মহানগর জাতীয় যুব সংহতির যুগ্ন আহ্বায়ক সৈয়দ সোয়ানুর রহমান, জাতীয় যুব সংহতির সদস্য মাহফুজর রহমান ও সৈয়দ মামুনুর রহমান অনুষ্ঠান টি সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আসেক আলী আশিক, সিনিয়র সহ সভাপতি মনিরুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ মশিয়ার রহমান, সহ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।২৬ নং ওয়ার্ড জাতীয় যুবসংহতির সভাপতি মাহফুজার রহমান, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সৈয়দ মামুনুর রহমান সাগর, যুগ্ম সম্পাদক ইমরান সরকার, সাংগঠনিক সম্পাদক সুজন এবং সহ সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন মিষ্টারসহ পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন জাতীয় যুব সংহতির রংপুর মহানগর আহ্বায়ক শাহিন হোসেন জাকির ও সদস্য সচিব আলাল উদ্দিন কাদেরী শান্তির। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচএম এরশাদের রুহের মাগফেরাতে এক মিনিট নিরাবতা পালন করেন। জাতীয় যুবসংহতির রংপুর মহানগর শাখার আহ্বায়ক ও সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। জাতীয় পাটির ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ও মহানগর জাতীয় যুবসংহতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।