দূর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় রংপুরে ৫ দিনব্যাপী “ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ এ- এক্সচেঞ্জ” শীর্ষক বহুজাতিক দূর্যোগ ব্যবস্থাপনা অনুশীলনের প্রদর্শনী হয়েছে। বুধবার সকালে একটি এলাকার কাল্পনিক জনসংখ্যা তুলে ধরে ভুম্পিকম্পের পর সমন্বিত উদ্ধার অভিযানের বাস্তাবিক প্রদর্শনী করা হয় রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে। দূর্যোগের সময় পুলিশ লাইন্স স্কুল এ- কলেজের অ্যাকাডেমিক ভবন, নির্মানাধীন ভবন ও ক্রিকেটে গার্ডেনের ড্রেসিং রুমকে দূর্যোগ কবলিত এলাকা দেখিয়ে আইন শৃঙ্খলা বাহিনীসহ একে অপরের হাতে হাত রেখে জানমাল রক্ষায় কাজ করার বাস্তব চিত্র ফুটে উঠে এ প্রদর্শনীতে। গতকাল সকালে অনুশীলনের প্রদর্শনীতে ভুমিকম্প দূর্যোগ মোকাবেলায় সকল সংস্থার কার্যক্রম অনুশীলন ও যথার্থতা যাচাই করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদসহ সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ৫ দিনব্যাপী এ অনুশীলনে দূর্যোগ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট দেশী-বিদেশী সংস্থা সমূহের মধ্যে সমন্বয়, তথ্য ব্যবস্থাপনা, বিভিন্ন আবশ্যক পরিকল্পনা প্রণয়ন, অগ্নি নির্বাপনী মহড়া, ভুম্পিকম্পে আক্রান্তদের উদ্ধার, চিকিৎসা ও মানবসম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি পরিচালনা ও অনুশীল করা হয়।
৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম সমকালকে বলেন, এ অনুশীলন প্রদর্শনীর মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি সেনাবাহিনীসহ বিভিন্ন সংগঠন ও আইন প্রয়োগকারী সংস্থা সমন্বিতভাবে কাজ করতে পারলে যে কোন দূর্যোগ মোকাবেলা করা সম্ভব। আজ ভুম্পিকম্পের উপর প্রদর্শনী হলো। আমরা জনগণকে বলতে চাই, সচেতনতা অর্জন করে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণের মাধ্যমে দূর্যোগ মোকাবেলা করতে হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে আমরা সম্মিলিতভাবে কাজ করার প্রয়াসসহ দক্ষতা অর্জন করতে পেরেছি।