বগুড়ায় চাঞ্চাল্যকর বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগে আবদুর রহিম (৫০) নামের এক ধর্ষককে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গত ৫ অক্টোবর তারিখে বগুড়া সদর এলাকায় ধর্ষণের ঘটনা সংঘটিত হয়।
গ্রেপ্তারকৃত আবদুর রহিম বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ী এলাকার মোঃ খাজা প্রাং এর পুত্র।
জানা গেছে. গত ৫আগষ্ট তারিখে আটক ধর্ষক আবদুর রহিম তার নিজ এলাকায় এক প্রতিবন্ধি শিশুকে তার বাড়ীতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষন করে। এ সময় শিশুটি চিৎকার ও কান্নার আওয়াজ শুনে আশপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে। পরে ঘটনাটি জানাজানি হলে ধর্ষক আবদুর রহিম অতি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় এবং পরে আত্মগোপ করে।
বুধবার দুপুরে বগুড়া র্যাব-১২ বিশেষ কোম্পানি সদরে আয়োজিত এক প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফিংকালে কোম্পানীর অধিনায়ক সহকারী পুলিশ সুপার মুহা রওশন আলী জানান, ওই এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ব সদর থানায় গত ৫ অক্টোবর ২০১৯ তারিখে নারী ও শিশু নির্যাতন অইনে মামলা দায়ের করে। বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের এই ঘটনায় বগুড়া জেলাসহ সারা দেশে ব্যাপক চাঞ্চল্য তৈরী হয় এবং বগুড়া জেলার সর্বস্তরের জনগন অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের জোর দাবী জানায়।
উক্ত ঘটনায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প অভিযুক্ত আসামি মোঃ আবদুর রহিম’কে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ৩০ অক্টোবর বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৭টার দিকে র্যাবের একটি আভিযানিক দল জেলার শাজাহানপুর উপজেলার শাবরুল বাজার এলাকায় অভিযান চালিয়ে আবদুর রহিম ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।