পাবনা বেড়া উপজেলায় নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি ও সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিজয় ফুল উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা চত্ত্বরে বিজয়ফুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬৮,পাবনা-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ এ্যাড. শামসুল হক টুকু, এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ¦ আবদুল বাতেন, মেয়র বেড়া পৌরসভা, আবদুল কাদের, উপজেলা চেয়ারম্যান বেড়া পাবনা। এছাড়াও উপস্থিত ছিলেন রওশন আলম, সহকারি কমিশনার (ভুমি) বেড়া। মেজবাহ মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান বেড়া, আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক উচ্চমাধ্যমিকশিক্ষা অফিসার, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিজয় ফুল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।