মহানগরীর এয়ারপোর্ট থানাধীন সাতমাইল নামক এলাকায় অভিযান চালিয়ে অর্ধশত চোরাই মোবাইল সেটসহ এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার দুপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মোঃ দেলোয়ার হোসেন পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে সাতমাইলের ক্যাডেট কলেজ বাজার মসজিদ সংলগ্ন আসামির বসতঘরে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মাহমুদ রাসেলকে আটক করে। সে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনয়িনের পাংশা গ্রামের আবদুর রাজ্জাক হাওলাদারের পুত্র। আটকের সময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ৫৭টি চোরাই মোবাইল সেট ও ২০টি মোবাইল চার্জার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।