“শিক্ষক যদি আদর্শবান না হয়, শিক্ষার্থী কখনও ভাল হতে পারে না” স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বুধবার সকাল ১১টায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত কিশোর-কিশোরী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ। ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন, মেয়র আব্দুল্লাহ আল পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীমুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে. এম রফিকুল ইসলাম, কিশোর ছাত্র আরিফুল ইসলাম প্রমুখ। সপ্তম শ্রেণির ছাত্রী হালিমা হামিম এর সঞ্চালনায় প্রধান অতিথি আরও বলেন, যে কোন ভাল কাজের জন্য টার্গেট থাকা প্রয়োজন। বর্তমান প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে বাংলাদেশকে বিশ্বের উন্নত রাষ্ট্রে পরিণত করতে ভিশন টুয়েন্টি ওয়ান, থার্টি ওয়ান ও ভিশন ফোর্টি ওয়ান উপলক্ষ্যে ১০টি প্রকল্প গ্রহণ করেছেন। তারমধ্যে নারীর ক্ষমতায়ন একটি। দেশের জনগোষ্ঠির অর্ধেকাংশ নারী। প্রধানমন্ত্রী জানেন, এই অর্ধেক জনগোষ্ঠিকে বাদ দিয়ে দেশ উন্নত করা সম্ভব না। কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, উন্নয়নের শিখরে পৌছতে হলে ওয়ার্কিং ফোর্স তৈরি করতে হবে। আর তার কাঁচামাল হচ্ছ তোমরা। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুললেই দেশ উন্নত করা সম্ভব। সমাবেশে উপস্থিত সহ¯্রাধিক কিশোর-কিশোরীদের মাঝে পুষ্টি সচেতনতামূলক বই বিতরণ ও শপথ বাক্য পাঠ করান অতিথিবৃন্দ।