কৃষি ঋণ মওকুফসহ ১০ দফা দাবীতে বুধবার খালিয়াজুরীতে বিক্ষোভ মিছিল শেষে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে ক্ষেত মজুর সমিতি।
খালিয়াজুরী উপজেলা ক্ষেত মজুর সমিতি উদ্যোগে বুধবার দুপুরে খালিয়াজুরী উপজেলা সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে সমাবেশ করে।
খালিয়াজুরী উপজেলা ক্ষেত মজুর সমিতির সভাপতি মোহন দেব রায়ের সভাপতিত্বে সমাবেশে কৃষি ঋণ মওকুফ সহ দশ দফা দাবীর যুক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা ক্ষেত মজুর সমিতির সহ-সভাপতি গোলাম রব্বানী, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক প্রমূখ।
পরে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে স্বারকলিপি প্রদান করেন।