মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে প্রস্তুতিমুলকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্ততিমুলকসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। গত বছরের কার্য বিবরণি পেশ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আনোয়ার, সহকারী কমিশনার মীর মোঃ আল কামাহ তমাল, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা শামসুল হক, জেল সুপার বজলুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আসাদ উল্লাহ, জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাসুম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসাইন রনিসহ অন্যন্যরা। এ সময় জেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা,সাংবাদিক,বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।