বগুড়ার নন্দীগ্রামে বিনা উদ্ভাবিত স্বল্পজীবনকালীন, উচ্চ ফলনশীল ও খরা সহনশীল বিনা-১৭ জাতের আমন ধানের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বিকেলে পৌর শহরের বৈলগ্রাম মাঠে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতায় শস্য কর্তনের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় প্রধান উদ্ভিদ প্রজনন বিভাগ ময়মনসিংহর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মির্জা মোফাজ্জল ইসলাম। এরপর উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় প্রধান উদ্ভিদ প্রজনন বিভাগ বিনা ময়মনসিংহর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মির্জা মোফাজ্জল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষক আবদুল ওয়াদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শারমিন আখতার, বগুড়া শস্য সংরক্ষনর (এডিডি) সোহেল মো: শামসউদ্দিন ফিরোজ, কৃষি প্রকৌশলী বগুড়া মো: আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহা. মশিদুল হক, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাহাঙ্গির আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহারুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো: নজরুল ইসলাম।