বগুড়ার নন্দীগ্রামে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ- কলেজের জেএসসি ও পিএসসি সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার স্কুল রুমে বেলা সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ- কলেজ আয়োজনে প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক। এতে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিমান কুমার, সহকারী শিক্ষক হিমেল, সাব্বির রহমান, রুবেল, ফারজানা বেগম, সাংবাদিক নাজির হোসেন, বীরমুক্তিযোদ্ধা জিতেন্দ্র নাথ, আনছার আলী, ওয়াসিম উদ্দিন, আঃ সামাদ, ইসমাইল হোসেন প্রমূখ।