(নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অংশগ্রহনের জন্য সারা দেশ থেকে আগত ভর্তিচ্ছুদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি। তিনি নিজ উদ্যেগে ভর্তিচ্ছুদের জন্য নানা উদ্যোগ গ্রহন করেছেন তিনি।
জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মানিক জানায়, নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী ভর্তিচ্ছুদের জন্য জেলা আওয়ামী লীগের অফিসে থাকা- বিনামূল্যে খাওয়ার ব্যবস্থাসহ ৫০ হাজার বোতল বিশুদ্ধ পানি ও পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ১০০ ফ্রি বাসের ব্যবস্থা করেছেন তিনি। নিজস্ব তহবিল থেকেই ভর্তিচ্ছুদের জন্য এমন উদ্যোগ নিয়েছেন তিনি।
নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস জানায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোন প্রকার অসুবিধা না হয় সেলক্ষ্যে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও কোন প্রকার অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে সেজন্য ভ্রাম্যমান মোবাইল টিম সার্বক্ষনিক কাজ করবে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানায়, পরীক্ষার্থীদের কোন প্রকার অসুবিধা না হয় সেজন্য আগামি ৩০ তারিখ রাত থেকে ৩শতাধিক পুলিশ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হবে। এছাড়াও সাদা পোশাকেও পুলিশ কাজ করবে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন রাজু জানান, আগামি ১ ও ২ নভেম্বর দুই দিনব্যাপী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পরীক্ষায় ১২৮৫(কোটা ব্যাতিত) আসনের বিপরীতে ৬৮ হাজার ৭শ ৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। কেন্দ্র সংখ্যা-২৯টি।