পাবনার চাটমোহরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্মমভাবে নির্যাতন করেছে পাষন্ড স্বামী। নির্যাতনের ফলে ওই গৃহবধূর পেটের সন্তানও নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ। গত ২৬ অক্টোবর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত বুলু খাতুন (২২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে,উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম পুকুরপাড় গ্রামের কোবাদ হোসেনের ছেলে নাজমুল হোসেনের সাথে প্রায় ৩ বছর আগে বিয়ে হয় হোগলবাড়িয়া গ্রামের রহমান প্রাং এর মেয়ে বুলু খাতুনের। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বুলু খাতুনকে নির্যাতন শুরু করে নাজমুল ও তার পরিবারের সদস্যরা। বুলুর দরিদ্র পিতা ৫০ হাজার টাকা দিলেও থেমে থাকেনি নাজমুল। আবারো টাকার জন্য ৫ মাসের অন্তঃস্বত্তা বুলুকে পাঠিয়ে দেয় বাপের বাড়িতে। টাকা নিয়ে না যাওয়ায় ২৬ অক্টোবর নাজমুল শ্বশুড় বাড়িতে এসে বুলুকে বেদম মারপিট করে পালিয়ে যায়। পরিবারের লোকজন বুলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বুলুর পেটের সন্তান নষ্ট হয়ে যায়। নির্যাতনের শিকার বুলু খাতুন অভিযোগ করেন,বিয়ের পর থেকেই তাকে অসানষিক নির্যাতন করা হয়। যৌতুকের টাকার দাবি করে মারপিট করা হয়। আবারো টাকার জন্য চাপ দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বুলু খাতুন তার উপর নির্যাতনের বিচার দাবি করেছেন।