এনআরবি কমার্সিয়াল ব্যাংক লিমিটেড (এনআরবিসি ব্যাংক) লাকসাম শাখার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী কুমিল্লার দক্ষিণাঞ্চল বাণিজ্যিক প্রাণ কেন্দ্র লাকসাম সদর রোড হাজী মোকছোদ আলী টাওয়ারের ৩য় তালায় বুধবার আনুষ্ঠানিকভাবে বর্নাঢ্য আয়োজনে পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন- ভাইয়া গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের পরিচালক মোঃ শাহাদাত হোসেন আলী মুরাদ। এনআরবিসি ব্যাংক লাকসাম শাখা ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কাপড় গার্মেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি অহিদ উল্লাহ বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, ব্যবসায়ী প্রবীর সাহা, শেখ মোঃ শাহজাহান প্রমুখ। অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন বলেন, এনআরবিসি একটি সফল ব্যাংক। ব্যাংকের সেবা গ্রহণের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।