কুমিল্লার হোমনায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও কৃষকদের মাঝে ইঁদুর মারার কল (খাঁচা ) বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পরিষদ মিলনায়তনে ‘আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি’ -এ প্রতিপাদ্যের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। মূল বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোহাহার হোসেন।
অন্যান্যের আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন কৃষক মো. সোহেল ও মো. সালাহ উদ্দিন। পরে ১৮ জন স্থানীয় কৃষকের মাঝে ইঁদুর মারার খাঁচা বিতরণ করা হয়।