লাভজনক শস্যবিন্যাস প্রবর্তন শীর্ষক পরীক্ষণে বিনা শীর্ষক প্রচারও সম্প্রসারণের জন্যে শস্য কর্তন ও মাঠ দিবস রংপুরে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে এন এ টি পি-২, বিএআরসি অর্থায়নে বিনা রংপুর সদর উপজেলার মোক্তারপাড়া গ্রামে আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি ছিলেন বিনা ময়মনসিংহ এর উদ্ভিদ প্রজনন বিভাগের মূখ্য বৈজ্ঞিানিক কর্মকর্তা ওই প্রকল্পের কো-অর্র্ডিনেটর ড, মো:আবুল কালাম আজাদ,বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ রিয়াজ উদ্দিন, কৃষক ওবায়দুল হক মিন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনা রংপুর কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী ,কৃষিবিদ মোছা: শামীমা বেগম, ঊর্ধ্বতন কর্মকতা পিআই মো:তানজিলুর রহমান মন্ডল প্রমূখ। ধান -৭ ও বিনাধান -১৭ প্রকল্পের উদ্যেশ্যে হচ্ছে এলাকার দু ফসলি জমি তিন ফসলি জমিতে রুপান্তর করে শস্য নিবিরড়তা বৃদ্ধি করা। পাশাপাশি আগাম আমন ও বোরো ধানের মধ্যবর্তী একটি তেল জাতীয় ফসল সরিষা আবাদ করে তেলের আমদানি নির্ভরতা কমে প্রচুর বৈদেশীক মুদ্রা সাশ্রয় করা সম্ভব।