রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানা পুলিশ হাজিরহাট রনচন্ডি চওড়াপাড়া গ্রামস্থ জনৈক সফিকুল এর বাড়ীর পশ্চিম পাশের্^ ফাঁকা জমির উপর হতে ৩৫ টি তাশ ১ টি সাদা রংয়ের ইউরিয়া সারের বস্তা, ২ টি মোমবাতি এবং নগদ ১২৬০ টাকাসহ আসামি মোঃ নওয়াব আলী (৩৮), পিতা মোঃ হাসান আলী,সাং-দক্ষিণপানা পুকুর, থানা-গংগাচড়া, জেলা-রংপুর, মোঃ আঃ রহমান @ বুলেট (২৫), পিতা-মোঃ আমিন উদ্দিন, মোঃ একলাছ উদ্দিন (২৫), পিতা-মোঃ আনোয়ার হোসেন, মোঃ ফেরদৌস আলম (২৯), পিতা-মোঃ আঃ হান্নান, সর্ব সাং-রনচন্ডি চওড়াপাড়া, থানা-হাজিরহাট, রংপুর মহানগর, রংপুর হাতেনাতে গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানায় কোতোয়ালি থানায়-৪ জন, তাজহাট থানায়-২ জন, মাহিগঞ্জ থানায়-৩ জন, হারাগাছ থানায়-৪ জন, পরশুরাম থানায়-২ জন এবং হাজিরহাট থানায়-৫ জনসহ মোট-২০ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ মোটরযান আইনের আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ই-ট্রাফিকিং ব্যবস্থায় ২৯৭ টি মামলা ও ৮৪,৭০০/- টাকা জরিমানা আদায় করা হয়।