রংপুরের মিঠাপুকুরের ইদলপুরে নর্থ বেঙ্গল জুট মিলের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রংপুর, মিঠাপুকুর ও পীরগঞ্জ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে।
রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খুরশিদ আলম জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ নিরুপন করা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
এদিকে মিল কর্তৃপক্ষের দাবি প্রায় এক কোটি টাকার পাট গুদামে মজুদ ছিলো। যার বড় অংশ পুড়ে বা নষ্ট হয়েছে।
জুট মিলের ম্যানেজিং ডিরেক্টর আবুল কাশেম জানান, সকাল থেকে স্বাভাবিক কাজকর্ম চলছিলো। হঠাৎ আগুনের কুন্ডলি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।