কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের অধীনে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা চেয়ারম্যান মোঃ ছারওয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপ্তীময়ী জামান, উপজেলা কৃষি কর্মকর্তা এ.বি.এম রকিবুল হাসানের নেতৃত্বে ইঁদুর নিধন অভিযানের এক বিশাল র্যালী বের হয়। র্যালী শেষে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন ইঁদুর নিধনের জন্য কৃষি জমি, সবজি বাগানে বিভিন্ন ফাঁদ, থেকে ইঁদুর মেরে ফেলার কৌশল শেখানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ছারওয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপ্তীময়ী জামান, উপজেলা কৃষি কর্মকর্তা এ.বি.এম রকিবুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাব্বির আহমেদ প্রমুখ।