নেত্রকোনা জেলার দুর্গাপুর থানায় কর্মরত কর্মকর্তা ইন চার্জ(ওসি)মোঃ মিজানুর রহমান ফের জেলার শ্রেষ্ট কর্মকর্তা ইন-চার্জ নির্বাচিত হয়েছেন। বোরবার ২৭অক্টোবর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অরপাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভায় শ্রেষ্ট ওসি মোঃ মিজানুর রহমানের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি। মাদক উদ্ধার,চোরাচালান রোধ,সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় ও নানাবিধ অপরাধ নির্মূলে’র বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ এ পুরস্কার প্রদান করা হয়েছে।
অনুষ্টানের সভাপতি পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি বলেন, পুলিশ বাহিনী জনগনের জীবন ও সম্পদের নিরাপত্তায় রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। তাঁদের কাজের মূল্যায়ন ও প্রেরণা যোগাতেই প্রতি মাসে মাসিক পর্যালোচনা সভায় সেরাদের সম্মাননা পুরষ্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। নেত্রকোনা জেলাকে একটি উন্নত,সমৃদ্ধ,অপরাধ মুক্ত জেলা গড়তে সকল শ্রেণি-পেশা লোকদের সহযোগিতা কামনা করছেন তিনি। পুরস্কার বিতরণের সময় সকল জেলা ও উপজেলার পুলিশের কর্মকর্তা উপস্থিত ছিলেন।