স্ত্রীকে হত্যার দায়ে পিরোজপুরের এক আদালত স্বামীকে মৃত্যু দন্ডের আদেশ এবং একই সাথে ১ লাখ টাকা অর্থ দন্ডেরও আদেশ দিয়েছেন। আসামীর পলাতক থাকায় তার অনুপস্থিতিতে ওই আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামি জেলার মঠবাড়িয়া উপজেলার বড় শৌলা গ্রামের মোঃ আবুল কালাম।
আদালত সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত কালাম তার স্ত্রী জেসমিন বেগমকে বিভিন্ন সময়ে বাপের বাড়ি থেকে যৌতুক এনে দেয়ার চাপ দেয় এবং শারীরিক ও মানসিক নির্যাতন করে। ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর সে স্ত্রী জেসমিন বেগমকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে জেসমিনকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ১৪ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। জেসমিনের ভাই সাইফুল হক ১৫ সেপ্টম্বর মঠবাড়িয়া থানায় মোঃ আবুল কালামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সাক্ষীদের সাক্ষ্যে কালাম দোষী সাব্যস্ত হলে আদালত কালামকে ওই দন্ড দেন।
রাষ্ট্র পক্ষে পিরোজপুরের পিপি এ্যাড. আবদুর রাজ্জাক খান বাদশা এবং পলাতক আসামীর পক্ষে ছিলেন অ্যাড. নুরুল ইসলাম।