প্রেমে ব্যর্থ হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের শাহজাহান হাওলাদারের একমাত্র পুত্র লিখন হাওলাদারকে (৩৪)। তাকে এক যুগ ধরে একটি অন্ধকার ঘরে শিকল বন্দি করে রাখা হয়েছে। শাহজাহা এর একমাত্র ছেলেকে চিকিৎসা করান ঢাকা ও পাবনার মানসিক হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ত্র খুঁইয়ে নিঃস্ব হয়ে গেছেন।
পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তি লিখনের পিতা দিনমজুর শাহজাহান গত রমজানের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে এখন শষ্যায়শায়ী তো অবস্থায় রয়েছেন। অর্থাভাবে তারও সঠিক চিকিৎসা হচ্ছেনা। এ অবস্থায় বাবা ও ছেলের চিকিৎসাতো দূরের কথা বর্তমানে তাদের পরিবারে তিন বেলা আহারও জুটছেনা। বাবা ও ছেলের সু-চিকিৎসার জন্য এলাকাবাসী মমতাময়ী প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
লিখন হাওলাদারের মাতা রোকেয়া বেগম বলেন, একমাত্র পুত্র লিখন মানসিক ভারসাম্য হারিয়ে এক যুগ ধরে শিকল বন্দি অপরদিকে স্বামী শষ্যাশয়ী থাকায় চরম বিপাকে পরে আছি। লিখনের কষ্ট আর সহ্য করতে পারছিনা। একটি অন্ধকার ঘরের মধ্যেই শিকল বন্দি অবস্থায় ওর (লিখন) থাকা, খাওয়া ও বাথরুম করতে হয়। ওর কষ্ট দেখে অনেকবার শিকল খুলে দেয়ার পর বাড়ির ও প্রতিবেশিদের মারধর করে থাকে। তাই লিখনকে শিকল বন্দি করে রাখতে হয়েছে। অর্থাভাবে কোন উন্নত চিকিৎসা করাতে পারছিনা। নিজের চোখের সামনে সন্তানের এ করুন দৃশ্য আর দেখতে পারছিনা। এরচেয়ে সৃষ্টিকর্তার কাছে বলছি ওকে মৃত্যুদিতো। এতোকষ্ট সহায় করতে পারছি না।
রোকেয়া বেগম আরো বলেন, বাড়ির পাশ্ববর্তী একটি মেয়ের সাথে প্রেমে ব্যর্থ হয়ে লিখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। একমাত্র পুত্রের চিকিৎসার জন্য সে সময় ওর বাবা (দিনমজুর শাহজাহান) নিজের সহয় সম্পত্তি বিক্রি করে ঢাকা,দেশের বিভিন্ন হাসপাতাল ও পাবনার মানসিক হাসপাতালেও চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছি। একমাত্র পুত্রের দুচিন্তায় গত রমজান মাসের শুরুতে লিখনের পিতা শাহজাহান হৃদরোগে আক্রান্ত হয়ে বিনাচিকিৎসায় এখন শষ্যাশয়ী অবস্থায় রয়েছেন। অর্থাভাবে তারও চিকিৎসা করাতে পারছি না।
এব্যাপারে রাজিহার ইউনিয়নের চেয়াম্যান মো. ইলিয়াস তালুকদার কালের কন্ঠকে বলেন, আমি লিখনের চিকিৎসার জন্য প্রতিবছর নিজ তহবিল থেকে বিশ হাজার টাকার বেশি দিয়ে আসছি। আমি একটি প্রতিবন্ধী ভাতা করে দিয়েছি। ইউনিয়ন পরিষদ থেকে সরকারি ভিজিএফ চাল সহ বিভিন্ন সুযোগ সুবিধ দিয়ে আসতেছি। ইতো মধ্য আমি ইউএনও’র সাথে কথা বলেছি লিখন ও তার পিতাকে সরকারি ভাবে চিকিৎসা করানো জন্য।