কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশীর পরিচয় মিলেছে। গত ২৭ অক্টোবরের ওই সড়ক দুর্ঘনটায় নিহত আবদুল হক মোল্লা বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী গ্রামের বাসিন্দা।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জিবীকার তাগিদে দুই বছর পূর্বে কাতার গিয়েছিলেন আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত আবদুল হাকিম মোল্লার পুত্র আবদুল হক মোল্লা (৫৮)। প্রতিদিনের ন্যায় কাজ শেষে ২৭ অক্টোবর দুপুরে কাতারের আল খয়রাতিয়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির গাড়ির ধাক্কায় আবদুল হক সড়কে ছিটকে পরে গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হামাদ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আবদুল হককে মৃত বলে ঘোষণা করেন।
আব্দুল হকের মৃতদেহ বর্তমানে হামাদ হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে। মৃত আবদুল হকের পরিবারে স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসন্তান রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম ও আবদুল হকের সে দেশের সহকর্মীদের মাধ্যমে খবর পেয়ে ২৮ অক্টোবর রাতে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পরিবার। সংসারের একমাত্র উপার্জনক্ষম আবদুল হক মোল্লার মৃত্যুর সংবাদে ওই পরিবার ও নিকট স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। আবদুল হকের লাশ দেশে ফিরিয়ে আনতে নিহতের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।