সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার স্বাস্থ্যের অবস্থা সঙ্কটাপন্নসহ জীবন আশঙ্কার মধ্যে রয়েছেন বলে দাবি করছেন বিএনপি নেতৃবৃন্দ। খালেদা জিয়ার পরিবার ও বিএনপি বলছে, তাকে যখন কারাগারে নেয়া হয় তখন তিনি সুস্থ অবস্থায় কারাগারে গেছেন। আজকে তিনি বিছানা থেকে উঠতে পারেন না, নিজ হাতে খাবার খেতে পারেন না, হাঁটতে পারেন না। তিনি সুস্থ অবস্থায় ফিরে না আসার সম্ভাবনা দেখা দিয়েছে বলে দাবি তাদের।
আমরা আশা করবো খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যেনো রাজনীতি না হয়। তিনি শুধুমাত্র আইনগতভাবে কারাগারে থাকতে পারেন। এর পেছনে রাজনৈতিক কোনো ভূমিকা কাম্য নয়। এছাড়া খালেদা জিয়ার বয়স হয়েছে, অসুস্থ, মানবিক দিক বিবেচনা করে তার জামিন এবং উন্নত চিকিৎসার বিষয়টি বিবেচনা করা উচিত বলে আমরা মনে করি। সংশ্লিষ্টদের মনে রাখতে হবে, রাজনীতির চাইতেও খালেদা জিয়ার জীবন বড়। কেননা, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যহানীর কোনো অনাকাঙ্খিত ঘটনার দায় সরকারকেই নিতে হবে।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি আছেন বেগম খালেদা জিয়া। গত ১ এপ্রিল তার স্বাস্থ্যের অবনতি হলে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। কিন্তু হঠাৎ করেই চলতি সপ্তাহ থেকে দাবি উঠে, খালেদা জিয়ার জীবনহানির আশঙ্কা দেখা দিয়েছে। এমন দাবির প্রেক্ষিতে গত সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ প্রেস ব্রিফিংয়ে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি এবং তিনি চিকিৎসায় সন্তুষ্ট। তার জীবন অত্যন্ত সঙ্কটাপন্ন এবং তার ফিরে না আসার সম্ভাবনা দেখা দিয়েছে বলে বিএনপি নেতাদের আশঙ্কা প্রসঙ্গে মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জিলান মিয়া বলেন, তাদের এমন কোনো আশঙ্কা নেই। তবে তারা এও বলছে, জীবন-মৃত্যু আল্লাহর হাতে; খালেদা জিয়ার অবস্থা নিয়ে রাজনৈতিক ও পরিবারের ব্যক্তিরা মনগড়া বক্তব্য দিচ্ছেন। আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি, খালেদা জিয়ার স্বজন, দলের নেতাদের বক্তব্য ও মেডিকেল বোর্ডের প্রেস ব্রিফিংয়ের মধ্যে বিস্তর ফারাক রয়েছে।
খালেদা জিয়ার আচরণের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক বলেন, উনার কাছে যেতে হলে বেশিরভাগ সময় পূর্ব অনুমতি নিতে হয়। উনার যখন ডাক পড়ে বা সময় হয় তখন আমাদের যেতে হয়... ইত্যাদি। বেগম খালেদা জিয়া একজন অসুস্থ, বয়োবৃদ্ধ এবং সাবেক প্রধানমন্ত্রী। একজন রোগীর আচরণে ক্ষোভ ও ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ কাম্য হতে পারে না। খালেদা জিয়া কেনো, যে কোনো রোগি যখন ডাকবেন তখনই ডাক্তাররা যাবেন এজন্য হাসপাতলে সার্বক্ষণিক ডিউটি ধাতে চিকিৎসকদের। খালেদা জিয়া একজন রোগী, কিন্তু তিনি কোন পর্যায়ের ব্যক্তি তা ডাক্তারগণ জানেন এবং বোঝেন বলেই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন। সামাজিক ও রাজনৈতিক অবস্থান, বয়স আর শারীরিক অবস্থা বিবেচনা করে তার ইচ্ছামাফিক চিকিৎসা দেয়াটাই ডাক্তারদের দায়িত্ব ও কর্তব্য।
অসুস্থ বেগম খালেদা জিয়াই শেষ কথা নয়! অদূর ভবিষ্যতে এমন পরিস্থিতিতে এ ধরণের সিনিয়র সিটিজেন, মন্ত্রি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পরিচয়ধারী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এ ধরনের অবস্থা না হয়। বিএসএমএমইউ পরিচালকের বক্তব্যে সারাবিশ্বে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির নেগেটিভ দিকটা যেনো ফুটে না উঠে।