কোন অনিয়ম দুর্নীতি বরদাস্ত না করার হুশিয়ারী দিয়েছেন রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেছেন, আমি নিজেও দুর্নীতি করি না, কাউকে করতেও দিব না। যদি আমার কোন কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য থাকে আমাকে না জানিয়ে প্রকাশ করুন। সোমবার দুপুরে সিটি করপোরেশনের সভাকক্ষে আয়োজিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প বিষয়ক সভায় তিনি এ কথা বলেন। মোস্তাফিজার রহমান বলেন, ২০২০ সালের মধ্যে রংপুর সিটি করপোরেশনের ১’শ ১৪ টি রাস্তার উন্নয়ন কাজ শেষ করা হবে। ১৫ টি ওয়ার্ডের এই ১’শ ১৪ টি রাস্তা পাকাকরণসহ উন্নত হলে নগরবাসীর চলাচলে কোন ভোগান্তি থাকবে না।
মেয়র আরও বলেন, আগামি ২ থেকে ৩ বছরের মধ্যে রংপুর সিটি এলাকার সবখানে দৃশ্যমান উন্নয়ন হবে। একইসঙ্গে আধুনিক রংপুর মহানগর গড়ে তুলতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং দারিদ্র হ্রাসকরণে সরকারের প্রকল্প বাস্তবায়ন করা হবে। নগরীর ১৬ থেকে ৩০নং ওয়ার্ডে আগামি ২০২৩ সাল পর্যন্ত এ প্রকল্পটি বাস্তবায়িত হবে।
তিনি বলেন, রংপুর সিটির হওয়ার আগে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (এলআইইউপিসিপি) চালু হয়েছিল। বিগত মেয়রের মেয়াদকালে বিভিন্ন কারণে তা বন্ধ হয়। দীর্ঘ পাঁচ বছর পর আবারও নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্পটি চালু করা হলো। এর মাধ্যমে দরিদ্রবান্ধব নগর ব্যবস্থাপনা, নীতি ও পরিকল্পনা জোরদার, আর্থিক ব্যবস্থাপনাসহ টেকসই নগর পরিকল্পনার বাস্তবায়নে সকলের অংশগ্রহণ ও সক্ষমতা বাড়বে।
বিশেষ অতিথির বক্তব্যে এলআইইউপিসিপি’র জাতীয় প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. আবদুল মান্নান বলেন, শহরে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ তাগিদে এই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে বস্তিবাসীদের উন্নয়নসহ কমিউনিটিভিত্তিক নানা ধরণের পদক্ষেপ দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন, দক্ষতা ও জীবনমান উন্নয়নের পাশাপাশি স্বল্প পরিসরে অবকাঠামো উন্নয়ন করা সম্ভব হবে।
সভায় রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন আজাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে প্রকল্পের কর্মপরিকল্পনা ও প্রত্যাশা তুলে ধরেন টাউন ম্যানেজার মোবারক হোসেন। এ সময় ইউএনডিপির কমিউনিকেশন স্পেশালিস্ট ফরিদ আহমেদসহ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।