দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিটা ও টিআর কর্মসূচির বিশেষ খাতের মানবিক সহায়তায় রংপুর জেলার সদর উপজেলায় ২৮টি দুর্যোগ সহনীয় পাকা বাড়ির কাজের পরিদর্শন করেন। সোমবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি হরিদেবপুর ইউনিয়নের পাগলাপীরের গোকুলপুর চাখাওয়াটারীতে পরিদর্শন করেন। এরআগে ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটির উদ্বোধন করেছিলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমী, হরিদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন, প্রকল্প কর্মকর্তা আবদুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ও রাজনীতিক ব্যক্তিগন। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানায়, উপজেলার বসত ভিটা আছে ঘর নেই এমন অসচ্ছল, হতদরিদ্র, গৃহহীন কিংবা বিভিন্ন দুর্যোগে গৃহহীন নিজস্ব তিন শতক জমিতে ২৮টি পরিবারের জন্য ঘরগুলো নির্মাণ করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে প্রত্যেক বাড়ি নির্মাণে সরকারের খরচ হচ্ছে ২ লাখ ৫৮ হাজার ৫৩১ টাকা। উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্পবাস্তবায় কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে দুর্যোগ সহনীয় বাড়িগুলো নির্মাণ করেছে সরকার। ইটের গাঁথুনি দিয়ে বাড়িগুলো নির্মিত হয়েছে। কাঠের দরজা-জানালা, অত্যাধুনিক রঙিন টিনের ছাউনি, ১০ ফিট লম্বা ও ১০ ফিট আয়তনের দুই কক্ষের বাড়ি, একটি রান্নাঘর ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি শৌচাগার নির্মান করা হয়েছে। এসব ঘর নির্মাণে মোট ব্যয় হয়েছে প্রায় ৭২লাখ টাকা।