সরকারী সাহায্য সহযোগিতায় অবশেষে রোকেয়া বেগম পেলেন বয়ষ্ক ভাতার কার্ড। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের নির্দেশে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম গতকাল পাটকেলঘাটার রোকেয়া বেগমের হাতে বয়স্কভাতার কার্ডটি তুলে দেন। গত কয়েকদিন পূর্বে রোকেয়া বেগমের অসহায়ত্বের সংবাদ পত্র পত্রিকায় প্রকাশিত হলে। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমলে নিয়ে জরুরীভাবে রোকেয়া বেগমকে সরকারি সহায়তা দেয়ার ব্যাবস্থা করেন। ২৮ অক্টোবর সোমবার দুপুর ২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম সরুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাইগুনী গ্রামের অসহায় বিধবা রোকেয়া বেগমের বাড়িতে যান। তার হাতে তিনি নিজ হাতে তুলে দেন বয়ষ্ক ভাতার কার্ড। এবং সরকারি অনুদানের ঘর দেওয়ার জন্য জমির কাগজপত্র দেখেন।
হতদরিদ্র রোকেয়া বেগম বয়ষ্ক ভাতার কার্ডটি পেয়ে খুব খুশি হয়েছেন। যাহা দিয়ে তিনি বেঁচে থাকার সপ্ন দেখবেন।