পাবনার চাটমোহরে দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় প্রথম স্ত্রীকে নির্মমভাবে নির্যাতন করে টর্সলাইট দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে স্বামী। রোববার রাত ৮টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের পাচশোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। আহত প্রথম স্ত্রী জহুরা খাতুন (৪৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক পাষন্ড স্বামী সিদ্দিকুর রহমান (৫০)। এ ব্যাপারে আহত জহুরা খাতুনের মেয়ে শিরিনা আকতার পিতার বিরুদ্ধে চাটমোহর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
জানা গেছে,হরিপুর ইউনিয়নের পাচশোয়াইল গ্রামের মৃত ছইমুদ্দিনের ছেলে সিদ্দিকুর রহমান দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রী জহুরা খাতুনের কাছে অনুমতি চান। কিন্তু প্রথম স্ত্রী তা না দেওয়ায় সিদ্দিকুর রহমান সম্প্রতি একই গ্রামের স্বামী পরিত্যক্তা রায়হানাকে বিয়ে করে ঘরে তোলেন। এনিয়ে প্রথম স্ত্রীর সাথে তার বিবাদ শুরু হয়। রোববার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে এনিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ শুরু হয়। একপর্যায়ে সিদ্দিকুর রহমান জহুরা খাতুনকে বেদম মারপিট শুরু করে। তার হাত ও পিঠে কামড়ে দেয়। এ সময় টর্সলাইট দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। জহুরার আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সিদ্দিক পালিয়ে যায়। তিন সন্তানের জননী জহুরাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত জহুরার মেয়ে শিরিনা আকতার চাটমোহর থানায় একটি অভিযোগ দিয়েছেন। থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন জানান,অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত সিদ্দিক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে। পারিবারিক ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান মীমাংসার কথা বলেছেন।