কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী সফ্ট স্কিলস্ প্রশিক্ষণ শেষে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় এর সমাজসেবা অধিদফতরের বাস্তবায়নে প্রশিক্ষণের আয়োজন করে হোসেনপুর উপজেলা সমাজসেবা কার্যালয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, কিশোরগঞ্জ জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক কামরুজ্জামান খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, ইউপি চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন, সিরাজ উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার খলিলুর রহমান সরকার প্রমুখ।