ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রার প্রকল্পের উদ্যোগে কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা অধিবেশনের সমাপনি অনুষ্ঠান ও সনদপত্র বিতরন করা হয়। গতকাল ২৮ অক্টোবর বেলা ১১ টায় বিদ্যালয়ের সহকারি শিক্ষক অরুন কুমর মন্ডলের সভাপতিত্বে ও নবযাত্রা প্রকল্পের জেন্ডার অর্গানাইজার মোঃ শরিফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধাারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী। এতে আলোচনায় বক্তব্য রাখেন সাংবাদিক আজিজুল ইসলাম, ওবায়দুল কবির স¤্রাট, শিক্ষক মোঃ জিয়াউর রহমান, মাওলানা আজিজুল ইসলাম, ছন্দা রানী প্রমুখ। আলোচনা শেষে দীর্ঘ ৬ মাস জীবন দক্ষতা বিষয়ে প্রশিক্ষন প্রাপ্ত ১৯ জন ছাত্র-ছাত্রীর মাঝে সনদপত্র বিতরন করা হয়।