সোমবার দুপুরে কুড়িগ্রামের রাজারহাটে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনাসহ প্রায় শতাধিক ঘরবাড়ী উচ্ছেদ অভিযান চালিয়েছে রেল কর্তৃপক্ষ। অভিযানের আগে রেল কর্তৃপক্ষ গত ১৬অক্টোবর অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মাইকিং করে বলে জানিয়েছে। অভিযানের সময় অর্ধশতাধিক হরিজন ও বাদিয়ার সম্প্রদায় পরিবারগুলো আকুতি মিনতি করলেও অভিযান অব্যাহত থাকে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা রেজুয়ানুল হক, উপসহকারী প্রকৌশলী আঃ রাজ্জাকসহ রেলওয়ে পুলিশ ও তাদের কর্মী বাহিনী। অপরদিকে এ উচ্ছেদ অভিযান বন্ধ করতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রাজারহাট শাখা রাজারহাট-কুড়িগ্রাম রেল লাইনের ধারে মানববন্ধন করে বিক্ষোভ মিছিল বের করে। পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক এসকে মিন্টু চন্দ্র রায়, সদস্য বিশ্বনাথ কর্মকার, মাধবী রানী, রাজারহাট শাখার সভাপতি এমডি ফিরোজ হাসান, লোকমান হাকিম ও প্রেমানন্দ চন্দ্র রায় প্রমূখ। উল্লেখ্য কুড়িগ্রাম হতে ঢাকা আন্তঃনগর ট্রেন চালু হওয়ায় রেল লাইন সম্প্রসারনের কার্যক্রম শুরু হয়। এ কারণে রেল লাইনের দু’ধারের হাজার হাজার গাছ কেঁটে সাবাড় করা হয়। এছাড়া অবৈধ স্থাপনা সরানোর জন্য তাগাদা দেয় রেল কর্তৃপক্ষ। কিন্তু ভূমিহীন হরিজন সম্প্রদায় ও বাদিয়ার সম্প্রদায় দীর্ঘদিন ধরে রাজারহাট রেল ষ্টেশনের জায়গা অবৈধভাবে বসতঘর স্থাপন করে বসবাস করে আসছে। উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় ওইসব পরিবারসহ বেশ কিছু ভূমিহীন পরিবার গৃহহীন হয়ে পড়ে পরিবার-পরিজন নিয়ে তারা খোলা আকাশের নীচে দিনাতিপাত করছেন। তারা অবিলম্বে বসতঘর নির্মাণ করে পূর্ণবাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।