চট্টগ্রামে স্বর্ণ চোরাচালানের দায়ে শাহাদাত হোসেন (৩৪) নামে এক আসামিকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামিকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আবার অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান ওই রায় ঘোষণা দেন। এতে দণ্ডপ্রাপ্ত আসামি শাহাদাত হোসেন আনোয়ারা উপজেলার বটতলী নূরপাড়া এলাকার মো. আবদুস সবুরের ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম কারাগারেই রয়েছেন। এদিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফখরুদ্দীন চৌধুরী। প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ পিস স্বর্ণের বারসহ গ্রেপ্তার হন শাহাদাত হোসেন। এরপর ২২ ফেব্রুয়ারি পতেঙ্গা থানায় শাহাদাত হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওদিকে একই বছরের ২৫ মার্চ শাহাদাত হোসেনের বিরুদ্ধে চার্জশিটও দেয় পুলিশ। পরে ১১ জ্লুাই আদালত আসামি শাহাদাত হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করেন। পরবর্তীতে ৬জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ওই রায় ঘোষণা দেন। এ সময় আসামীর স্বজনরাও আদালতে উপস্থিত ছিলেন।