হোসেনপুরে টমটম থেকে ছিটকে পড়ে শাহারা খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার পূর্ব দ্বীপেশ^র গ্রামের সুজন মিয়ার মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে মামার বাসা থেকে নিজ বাসা নতুন বাজার আসার পথে ধূলিহর এলাকায় হঠাৎ শিশুটি টমটম থেকে ছিটকে পড়ে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার হোসেনপুর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।