পিরোজপুরে মাদক, সন্ত্রাস ও যৌন হয়রানী প্রতিকারে পুলিশ সুপারের নেতৃত্বে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এক সচেতনতামূলক সাইকেল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ও পিকেএসএফ এর যৌথ সহযোগীতায় জেলা স্টেডিয়াম থেকে এ সাইকেল র্যালীর উদ্বোধন করেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সদর থানার কর্মকর্তা ইনচার্জ নুরুল ইসলাম বাদলসহ রিকের কর্মকর্তাবৃন্দ। পরে প্রধান অতিথি সাইকলে র্যালীতে অংশগ্রহণ করে নিজে সাইকেল চালিয়ে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনের আলোচনা সভাস্থলে যোগদান করেন।
সভায় রিকের সহকারী জোনাল ম্যানেজার মো: মোয়াজ্জেম হোসেনের সভাপত্বি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার কর্মকর্তা ইনচার্জসহ জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব। সভা উপস্থাপনা করেন রিকের যৌন হয়রানী প্রতিরোধ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মিশু রহমান।