বাগেরহাটের মোল্লাহাটে আজাদ হোসেন ওরফে চুন্নু চৌধূরী নামে রহস্যজনক মৃত্যুর শিকার এক যুবলীগ নেতার মৃতদেহ উদ্ধার করে বাগেরহাট মর্গে পাঠিয়েছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে সিঙ্গাতী গ্রামে নিজ বাড়ী হতে প্রায় ৩/৪’শ গজ দুরে মাঠের জলাবদ্ধ পানি থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। চুনখোলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি চুন্নু চৌধূরীর রহস্যজনক মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে এলাকা।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়-রবিবার সন্ধার পরে সিঙ্গাতী নতুনবাজার থেকে চা খেয়ে বাড়িতে ফেরেন চুন্নু চৌধূরী। স্ত্রী-সন্তান কেউ বাড়িতে না থাকায় ওই রাতে একাই থাকার কথা ছিলো তার। পরেরদিন সোমবার সকাল অনুমান ১০টার দিকে জনৈক আরজ শরীফের মেয়ে ছাগল বাধতে গিয়ে মৃতদেহ দেখে চিৎকার করেন। পরে আশ-পাশের লোক-জন এসে পুলিশে খবর দেয়।
যুবলীগ নেতার মৃতদেহ উদ্ধারের এখবর পেয়ে ওই স্থানে ছুটেজান উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোঃ সেলিম রেজা, চুনখোলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেনসহ অনেকে।
স্থানীয়রা জানায়-সিঙ্গাতী গ্রামের মৃত শাহাদাত হোসেন চৌধূরীর ছেলে চুন্নু চৌধূরী (৫২) অত্যন্ত সাহসী ও পরোপকারী ব্যক্তি ছিলেন। যে,কারো বিপদে তিনি নিঃসার্থে পাশে দাড়াতেন। এক কথায় অন্যায়ের প্রতিবাদ করাটাই তার স্বভাব ছিলো। তাছাড়া ওই এলাকায় প্রকাশ্য দলা-দলি রয়েছে। সে একটি দলের সর্বাধিক সাহসী হিসেবে ভূমিকা রাখতো। চুন্নু চৌধূরীকে পরিকল্পিত উপায়ে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা রবিবার দিনগত রাতের যেকোন সময় হত্যা করে ওই স্থানে মৃতদেহ ফেলে রাখে বলেও অভিমত প্রকাশ করেন অনেকে।