নৌকার বৈঠার পিটুনিতে এক জেলে নিহতের ঘটনায় রোববার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত জেলের নাম শাহিন চৌকিদার (৩০)। ঘটনাটি জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার।
জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হারুন-অর রশিদ জানান, শনিবার বিকেলে শাহিন চৌকিদার ট্রলার নিয়ে জাঙ্গালিয়া খেয়াঘাটে ফেরেন। ট্রলার ঘাটে ভেড়ানোর সময় ঘাটে থাকা কালু গাজীর ট্রলারের সাথে ধাক্কা লাগে। এনিয়ে বাগ্বিতন্ডার একপর্যায়ে কালু গাজী ও তার ভাই ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বেল্লাল গাজীর নেতৃত্বে শাহিনকে নৌকার বৈঠা দিয়ে বেদম পেটানো হয়। তাকে উদ্ধার করতে গিয়ে শাহিনের শ্বশুর বাবুল হাওলাদার, শ্যালক স্বপন ও রাজিব আহত হন। আশঙ্কাজনক অবস্থায় শাহিনকে ওইদিন রাতেই প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে এবং রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে শাহিন মারা যান। মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ আবিদুর রহমান জানান, অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।