ময়মনসিংহ নগরীর আমপট্রি এলাকার একটি ডেকোরেটরের দোকানের গোডাউন আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে সুমন দাস (২৫) নামে ঐ দোকানের কর্মচারী মারা গেছে। সে মুক্তাগাছা উপজেলার ফার্মের মোড় এলাকার সন্তুষ দাসের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর আমপট্রি এলাকায় আধুনিক কুঞ্জ ঘরের মালিক বাসুদেব পালের কর্কশীটের গোডাউনে আগুন লাগে। স্থানীয়রা গোডাউনে কালো ধোঁয়া দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায় ঐ দোকানের কর্মচারী সুমন দাস। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পুড়ে যাওয়া সুমন দাসের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
গোডাউনের মালিক বাসুদেব পাল জানান, পূজা উপলক্ষে দোকানে অনেক টাকার মালামাল উঠানো হয়েছিল সব আগুনে পুড়ে গেছে। অগ্নিকান্ডে তিন চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানায়, শ্যামা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপের সাজসজ্জার কাজ শেষে তিন শ্রমিক গভীর রাতে ঐ গোডাউনে ঘুমাতে যায়। এদের মধ্যে দুজন ভোরে চলে যায়। এসময় সুমন দাস ঘুমিয়ে থাকে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দীনমনি শর্মা জানান, ঘরের ভিতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।
অপরদিকেকে রাত ১২টার দিকে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় বহুতল ভবন সূচনা সেন্টার পয়েন্টের তৃতীয় তলায় আগুন লেগে কয়েকটি কাপড় ও গার্মেন্টসের দোকানের মালামাল পুড়ে যায় । পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।