ফুটবল ইতিহাসের সেরা ফরোয়ার্ড কে, যুগ যুগ ধরেই চলে আসছে বিতর্ক। পেলে, দিয়াগো মারাদোনা, রোনালদোর সঙ্গে এই আলোচনায় থাকেন সময়ের দুই সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। নাম আসে আরও অনেকের। কিন্তু প্রশ্নটা যদি করা হয় মেসিকে? আর্জেন্টাইন ফরোয়ার্ড বেছে নিয়েছেন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদোকে। ক্লাব ফুটবলে পাঁচশোর্ধো ম্যাচে ৩৫২ গোল করেছেন রোনালদো। দুইবার জিতেছেন ব্যালন ডি’অর। তিনবার হয়েছেন ফিফা বর্ষসেরা। ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই তারকাই রেকর্ড ছয়বারের ফিফা বর্ষসেরার খেতাবজয়ী মেসির দেখা সেরা স্ট্রাইকার। “রোনালদো (নাজারিও) ছিলেন ফেনোমেনন। আমি এ পর্যন্ত যত স্ট্রাইকারদের দেখেছি, তাদের মধ্যে সে সেরা। সে ছিল অবিশ্বাস্য। চোটের কারণে মৌসুমের শুরুতে মাঠের বাইরে থাকতে হয়েছিল মেসিকে। এখনো পুরোপুরি ছন্দে ফিরেছেন বলা যাবে না। তবে দিনকে দিন ছন্দে ফিরছেন বলে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে জানান বার্সেলোনা অধিনায়ক। “আমি আবারও ভালো অনুভব করছি এবং ধীরে ধীরে ছন্দে ফিরছি।”