জেলার বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল বলেছেন, প্রত্যেক মানুষকে চোখের যতœ নেওয়া প্রয়োজন কারণ চক্ষু হচ্ছে অমূল্য সম্পদ। যার চোখের আলো নেই তার কাছে পৃথিবী অন্ধকার। চোখের যে কোন সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। মনে রাখবেন সামান্য অসাবধানতার জন্য একটি চোখ চিরদিনের মত নষ্ট হয়ে যেতে পারে।
গতকাল (২৭ অক্টোবর) রোববার আরডিআরএস বাংলাদেশ আয়োজিত দিনাজপুরের বীরগঞ্জ এলাকা অফিসে হতদরিদ্র ব্যক্তিদের বিনামূল্যে চক্ষু পারেশনের জন্য চক্ষু শিবির উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
আরডিআরএস বাংলাদেশ বীরগঞ্জ এলাকা ব্যবস্থাপক মোঃ মাহিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ রিজিওনাল ম্যানেজার মলয় কুমার গোস্বামী, পৌর কাউন্সিলর বনমালি রায় ও আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে আরডিআরএস বাংলাদেশ রিজিওনাল ম্যানেজার মলয় কুমার গোস্বামী বলেন, আর্থ-সামাজিক উন্নয়নে আরডিআরএস বাংলাদেশ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তার মধ্যে স্বাস্থ্য সেবা একটি। চক্ষু ক্যাম্পে ২শ” জন হতদরিদ্র সদস্যদের মাঝে চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ২৫ জনের ছানী অপারেশনের জন্য সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতাল পাঠানো হয়। ওই অপারেশনের যাবতীয় খরচ আরডিআরএস বাংলাদেশ বহন করছে। এ ছাড়া ৪৫ জনকে মাত্র ১০০/- টাকার বিনিময়ে মানসম্মত উন্নতমানের চশমা দেওয়া হয়। ওই চক্ষু শিবিরে সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন মেডিকেল কর্মকর্তা ডাঃ ইবনে ফয়সাল (মুরাদ) সহ ৬জনের একটি চক্ষু বিশেষজ্ঞ দল।