আশাশুনি উপজেলার কাদাকাটিতে অবৈধভাবে গাছ কেটে নেওয়ার সংবাদ পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ায় বাদী পক্ষকে জীবন নাশের হুমকী দেওয়া হয়েছে। এ ব্যাপারে বাদী ও মালিক পক্ষ প্রতিকার প্রার্থনা করে থানায় সাধারণ ডায়েরী করেছেন।
কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া গ্রামের মৃত মালেক গাজীর পুত্র ইয়াকুব আলি গাজী বাদী হয়ে থানায় রুজুকৃত সাধারণ ডায়েরীতে (জিডি নং ৯৪৩, তাং ২২/১০/১৯) অভিযোগ করা হয়েছে যে, মিত্র তেঁতুলিয়া বাজার সংলগ্ন তাদের পৈত্রিক ০১ শতক জমিতে পাকা দোকান ঘর নির্মান ও মূল্যবান ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়। তাদের পিতার মৃত্যুন্তে দীর্ঘ ৩৫ বছরাধিক কাল ওই জমিতে তারা দখলীকার আছেন। গত ১৭ অক্টোবর দাউদ গাজী, এছমাইল গাজী, আকবর গাজী, শামীম গাজী, রজব গাজীসহ ১১ জন ওই জমিতে অবৈধ প্রবেশ করে ত্রাসের সৃষ্টি করে। ইয়াকুব আলি ও ইউনিয়ন কৃষকলীগ সভাপতি শহীদ বাধা দিতে গেলে জীবন নাশের হুমকী দিয়ে হাকিয়ে দেয় এবং কবরস্থানের ও তাদের জমির ১২/১৪ টি মূল্যবান গাছ কর্তন করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। এনিয়ে পত্রপত্রিকায় খবর প্রকাশিত হওয়ায় তারা আরও ক্ষিপ্ত হয়ে জীবন নাশের হুমকী ও নানা ধরনের চরম ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে তারা আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।