গত কাল (২৭ অক্টোবর) রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা যুবদল দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৮টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের সকল কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুল ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদুল ইসলাম মাসুদ। সকাল ১১টায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে অন্যান্য কর্মসূচি পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পাঞ্জলি অর্পণের সময় জেলা যুবদলের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ন স্পাদক সোহেল নিশাত, সাংগঠনিক সম্পাদক মোকসেদুল ইসলাম টুটুল, সহ-সভাপতি মিজানুর রহমান মুকুল, মঞ্জুর মোর্শেদ সুমন, রায়হান সরকার মিন্টু, মঞ্জুর আহমেদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, প্রচার সম্পাদক সাইয়েদুল মনি, সহ-কোষাধ্যক্ষ বাদশা ফয়সাল, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।