আব্দুস ছালাম সরকারকে সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দিনাজপুর সদর উপজেলা শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি আবু ইবনে রজব ও সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া জাকির ২৬ অক্টোবর ২০১৯ইং স্বাক্ষরিত এক পত্রে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের নির্বাহী সদস্য মোঃ আবদুস ছালাম সরকারকে সভাপতি এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করে ৩ বছরের জন্য দিনাজপুর সদর উপজেলা শাখার নতুন কমিটির অনুমোদন দিয়েছে। নতুন কমিটির সভাপতি আবদুস ছালাম সরকার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের উপর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যে দায়িত্ব অর্পণ করেছে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সংগঠনকে সু-সংগঠিত করতে আমরা সে দায়িত্ব সঠিকভাবে পালন করব।