রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম বলেছেন, রংপুরে অসহায় মানুষের জন্য কাজ করছে ”মানবতার বন্ধনে রংপুর” কমিটি, এই কমিটির কার্যক্রম শুধু খাদ্যের মধ্যে সিমাবদ্ধ না রেখে শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য মৌলিক বিষয়ে কার্যক্রম পরিচালনা সংক্রান্তে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। গতকাল রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে “মানবতার বন্ধনে রংপুর” কমিটিকে গতিশীল ও কার্যকরী করার জন্য পুলিশ কমিশনার মানবতার বন্ধনে রংপুর এর সভাপতি সহকারী পুলিশ কমিশনার মোঃ জমির উদ্দিন ও সেক্রেটারি আঃ মজিদ খোকন দ্বয়ের নিকট ১,৬০০০০/-(এক লক্ষ ষাট হাজার) টাকা মূল্যের একটি ব্যাটরিচালিত অটোরিক্রা চার্জার প্রদান করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার(সদর দপ্তর ও প্রশাসন) মোঃ মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার(সদর দপ্তর ও প্রশাসন) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার(অপরাধ) শামিমা পারভীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(পুলিশ সুপার পদে পদোন্নতীপ্রাপ্ত)(সিটিএসবি) মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম-সেবা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(অপরাধ) মোঃ আরিফুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার(প্রসিকিউশন) শরীফ আল রাজিব, সহকারী পুলিশ কমিশনার(সিটিএসবি) শেখ মোঃ জিন্নাহ আল মামুন, সহকারী পুলিশ কমিশনার(পরশুরাম জোন) মোঃ ফারুক আহমেদ, সহকারী পুলিশ কমিশনার(মাহিগঞ্জ জোন) এ, কে, এম ওহিদুন্নবী, সহকারী পুলিশ কমিশনার(ফোর্স) মোঃ আল ইমরান হোসেন, সহকারী পুলিশ কমিশনার(স্টাফ অফিসার) মোঃ নাজরান রউফ, সহকারী পুলিশ কমিশনার(ট্রাফিক-দক্ষিণ) রেজানুর বেগম, সহকারী পুলিশ কমিশনার(হেঃকোঃ) মোঃ আলতাফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার(ডিবি) মোঃ জমির উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার(কোতয়ালী জোন) মোঃ ফরহাদ ইমরুল কায়েস, সহকারী পুলিশ কমিশনার(ট্রাফিক-উত্তর) মোঃ আঃ মজিদ খোকন, সেক্রেটারি এবং মানবতার বন্ধনে রংপুর এর অন্যান্য সদস্যবৃন্দ।