গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহি ট্রাক চাপায় নিহত হয়েছে।রোববার দুপুরে(২৭অক্টেবর) উপজেলার ঢাকা-টাংঙ্গাইল মহাসড়কে চান্দরা নায়াগ্রা গেইট সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে তমা(২৯)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোটর সাইকেলের পিছনে বসে তমা (২৯) ঢাকার উদ্দোশ্যে রওনা দেন। মোটর সাইকেলটি কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাংঙ্গাইল মহাসড়কের চান্দরা এলাকায় পৌছালে পিছন দিক থেকে একটি অজ্ঞাত ট্রাক ওই মোটর সাইকেলকে ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহী তমা পরে গিয়ে ট্রাকের চাকায় স্পিষ্ট হয়ে ঘটনা স্থলে প্রান হারায়।
এঘটনায় সালনা হাইওয়ে থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন,খবর পেয়ে ঘটনা স্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজের মর্গে প্রেরন করা হয়েছে। নিহত তমা দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে তমা।